Friday, May 3, 2024
HomeScrollingমস্তফাপুরে দোকান উঠানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫।। থানায় মামলা।।...

মস্তফাপুরে দোকান উঠানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫।। থানায় মামলা।। ইউপি চেয়ারম্যানের সমাধানের চেস্টা।।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে সরকারি জমিতে দোকানঘর নির্মানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সীমানবর্তী উত্তর খাগছাড়া ও সুচিয়ারভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর খাগছাড়া ও সুচিয়ারভাঙ্গা গ্রামের সীমানাবর্তী এলাকায় মস্তফাপুর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য জালাল মাতুব্বর খাস জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে যায়। এ সময় বাজারের ব্যবসায়ী ইউসুফ বেপারী তার লোকজন নিয়ে বাঁধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য জালাল মাতুব্বর, আমরা কারো সাথে কোন ফ্যাসাদ করতে যায়নি তারা উল্টো আমাদের হামলা চালিয়েছে। আমাদের দোকানপাঠ ভাঙচুর করেছে।

ব্যবসায়ী ইউসুফ বেপারী পক্ষের একজন জানান, আমাদের জমি পাশের জমি এবং পাশে আমাদের দোকান তারপর জোরপূর্বক দোকান উঠাতে চেয়েছে, আমার উঠাতে দেবো না, তাই আমাদের দোকান পাঠসহ আমাদের পিঠিয়ে কুপিয়ে আহত করেছে। এবং আমাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

মস্তফাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মল্লিক জানান, আমি দ’ুপক্ষ নিয়ে মিমাংসা করার চেস্টা করতেছি। তবে সর্বচ্চো চেস্টা করা হবে যাতে শান্তি বহমান থাকে। তাছাড়া জানতে পেরেছি সদর থানায় মামলা করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার রাতে একপক্ষ মামলা দিতে আসলে তাদের মামলা নেয়া হয়েছে।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, মস্তফাপুরে সংর্ঘষের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। মামলার প্রেক্ষিত্রে আমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’’

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments