Saturday, April 27, 2024
Homeআইন-আদালতশিবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের অভিযান

শিবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের অভিযান


শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। বেপরোয়াদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ষোলটি মামলা দিয়ে জরিমানা আদায় করেছেন ১৫ হাজার টাকা।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার সাধরণ জনগণকে মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন ভাবে সাবধান করার পরেও যারা এ ব্যপারে গুরুত্ব না দিয়ে জটলা লেগে পাড়া মহল্লার দোকানে বা খোলা জায়গায় বেশ কয়েকজন মিলে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন ব্যবসায়ী ও আড্ডাবাজ লোক জনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ষোলটি মামলা দায়ের করেন। ষোলটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনার সময় সহযোহিতা করেন শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য।
বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির বলেন, আমরা সকলের নিরাপত্তার জন্য সবসময় জনজণকে করোনা ভাইরাসের ভয়াবহতার বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। যারা আইন মানবেননা তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments