Sunday, July 6, 2025
HomeScrollingকুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন

কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫জুলাই) বিকেলে জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়া ( ডায়াবেটিক হাসপাতাল মোড়)  থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষে হয় । উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে পালন করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।

 

কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর আহাদ  বলেন, “রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বিজয়ী বাইশ ব্রিগেড কর্তৃক আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং আশেপাশের এলাকায়  আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করছি।এছাড়াও সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ধর্মীয় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করে থাকি।একেইভাবে আমাদের অব্যাহত প্রচেষ্টা  বিরাজমান থাকবে।আমরা সকল ধর্মের লোকজন নির্বিশেষে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং নিরাপত্তার সাথে পালন করতে পারে সেই বন্দোবস্ত করছি।অত্র এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান মানুষ তাদের আশার সাথে  উৎসব পালন করে থাকে এবং সকল ধর্মের লোকজন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের ধর্মীয় উৎসব পালন করছে।”

প্রশাসনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সনাতন ধর্মালম্বিদের ধর্মীয় অনুষ্ঠান নির্ভীগ্ন ও উৎসব মূখর পরিবেশে পালন করতে প্রশাসনের সকল পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য,গত ২৭ জুন থেকে অদ্য ৫ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব চলাকালীন কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে নিরাপত্তা পালন করে ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments