Friday, June 13, 2025
HomeScrollingফের বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

ফের বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী তানজিকা আমিন। আজ শুক্রবার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়াকে বিয়ে করেছেন তিনি। 

খবরটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়-স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

২৫ বছর ধরে অস্ট্রেলিয়া থাকেন সাইফ। ২০১৮ থেকে তানজিকার সঙ্গে চেনা জানা থাকলেও দুমাস ধরে তাকে বিয়ের ভাবনা মাথায় আসে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘দুই মাস আগে ভাবলাম, এর সঙ্গে বিয়ে নিয়ে ভাবা যায়। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগত। আমি জানতাম, সে খুব ভালো একজন মানুষ। মানবিক মানুষ। মনে হয়েছে, সে–ই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়।’

tansika2

বিয়ের পরে স্বামীর সঙ্গে বিদেশে উড়াল দেবেন নাকি অভিনয়ের নিয়মিত থাকবেন? এমন প্রশ্নের জবাবে তানজিকা বলেন, ‘অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।’

হুট করে বিয়ে করলেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে বলে জানান তানজিকা।

বলে রাখা ভালো, এর আগে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তানজিকা। এক যুগ আগের কথা। কিন্তু সংসার টেকেনি। কয়েক বছর পরই ঘর ভেঙে যায় তার।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments