মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর।।
দেশের ৬৪ জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নিয়ে মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ২৫০জন প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। কেকেএমআরসির আয়োজনে ভোর ৫ টা ৪০ মিনিটে ২১কি.মি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রথম শুরু হয় এরপর একই স্থান থেকে সকাল ৬টায় শুরু হয় ১০ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রায় ২ঘন্টা ৩০মিনিট সময় নিয়ে এই দৌড় প্রতিযোগীতা শেষে প্রতিযোগীতের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণসহ সকল প্রতিযোগীতের পুরস্কার বিতরণ করা হয়। এসময় দুটি ধাপে ৬টি ক্যাটগরিতে ম্যারাথন প্রতিযোগীতা অংশগ্রহন করে।
২১কি. মি. দৌড় প্রতিযোগীতায় ১ম হয়েছে পল্লব শেখ, তৃশা কচি ও জসিম উদ্দিন, ২য় হয়েছে মাইনুল ইসলাম , রেজাউনা পারভিন ও আমিনুর রহমান, ৩য় হয়েছে সাইম শেখ, নাসরিন আক্তার ও বিল্পব পোল।
১০কি:মি: দৌড় প্রতিযোগীতায় ১ম হয়েছে আশরাফুল আলম, সামিমা ইয়াসমিন, খোরশেদ আলম, ২য় হয়েছে আমির হোসেন আমু ও সোহান মাদিয়া, হুমায়ন কবির, ৩য় হয়েছে রহিম উদ্দিন, নাসরিন আক্তার সিমু ও জিয়াউর রহমান।
এসময় পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, নিরাময় হাসতালালে ব্যবস্থপনা পরিচালক ড. গোলাম সরোয়ার মো ও ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজক ও কেকেএমআরসি স্বত¦াধিকার আবুল ফজল লেলিন।
এ প্রতিযোগিতার আয়োজক কেকে এম আরসি এর স্বত্বাধিকারী আবুল ফজল লেলিন বলেন, ‘সুস্থ শরীরের কোন বিকল্প নেই। সুন্দর স্বাস্থ্য মানে সুন্দর মন, আর শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা নিজের জন্য সময় বের করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চাই। স্বতঃস্ফূর্তভাবে সবাই এতে অংশগ্রহণ করেছে, যা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং আকর্ষণীয়ভাবে এমন আয়োজন করা হবে।’