হাইকোর্ট বলেছেন, দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায়। যেকোনো উপায়ে দুর্নীতি-অর্থপাচার বন্ধ করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এ সময় হাইকোর্ট আগামী ৩ মাসের মধ্য সরকারি কর্মচারি বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারিদের সম্পদের হিসাবের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতেও আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে আইনজীবী ফজলুল হক শুনানি করেন।
সম্প্রতি এনবিআরের মতিউর রহমানসহ কয়েকজন সরকারি চাকরিজীবীর দুর্নীতির খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এ অবস্থায় এ মন্তব্য করলেন।