মাদারীপুর প্রতিনিধি।।
“বাড়িতে কোন প্রসব নয়” বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদ মাঠে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং পিএসকেএস সংযোগ প্রকল্প, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইকরাম হোসেন, ডা. মারুফা সুলতানা, কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ডা. আব্দুল্লাহ আকিব, পিএসকেএস সংযোগ এর প্রজেক্ট ম্যানেজার মৃদুল কুমার দে সরকার, সেভ দ্য চিলড্রেন এর টেকনিকাল স্পেশালিস্ট ইমতিয়াজ সেলিম, পিএসকেএস সংযোগের ফাইন্যান্স ম্যানেজর আবদুল মালেকসহ দুধখালী ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
LN24BD