মাদারীপুর প্রতিনিধি।।
জেলায় ১৪০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার খাগদী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক হতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মাদারীপুর সদরের লক্ষ্মীগঞ্জ এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে ফোরকান সরদার (৩২), মৃত দুলাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৪) ও মৃত বিল্লাল সরদারের ছেলে শাহালম সরদার (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম খানের নেতৃত্বে পুলিশের একটি দল চরমুগুরিয়া খাগদী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে ১৪০টি ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করে। ইয়াবাগুলোর আনুমানিক দাম ৪২ হাজার টাকা।
আটকদের নামে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
LN24BD