মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)।।
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ বাপ্পী স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ই নভেম্বর (শুক্রবার) সকালে সংগ্রামপুর ইউনিয়ন শাখা বাপ্পী স্মৃতি পরিষদের উদ্যোগে সন্ধানপুর গন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর সন্ধানপুর ও রসুলপুর ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ, ৫ম এবং ৮ম শ্রেণির ৩৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃত্তি পরিক্ষা পরিদর্শন করেন সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী গিয়াস উদ্দিন বাবু, সন্ধানপুর গন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাপ্পী স্মৃতি পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন খান, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান তালুকদার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক তাহসান আফিজ,শিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ,প্রচার সম্পাদক
আবদুল্লা আল নোমান, লিটন খান , সদস্য জাহিদুল ইসলাম জনি, ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ।