মাদারীপুর গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের তিন জেলায়( মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর) পক্ষে ৭টি এরিয়া ৬৮শাখায় ৮লক্ষ ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল সকালে প্রথম কর্মসূচী শুরু করা হয় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামীণ ব্যাংকে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জোনের যোনাল ম্যানেজার আ:মান্নান।
যোনাল অডিট অফিসার মো:নাজিমুল ইসলাম, প্রশিক্ষনার্থী যোনাল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এরিয়া ম্যানেজার মো. আব্দুর রহিম, মস্তফাপুর শাখা ব্যবস্থাপক দিপক কুমার দাস, শাখার সেকেন্ড ম্যানেজার উৎপল কুমার মল্লিক ও শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের শাখার মাধ্যমে ৩ কোটি বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হচ্ছে ।
LN24BD