সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর গ্রামীণ ব্যাংকের দোয়া মাহফিল করা হয়েছে। ১৫ আগস্ট বিকালে মাদারীপুর যোনাল অফিসে আয়োজন যোনাল অফিসের হল রুমে এ দোয়া মাহফিল করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার নিয়ে, তাদের জীবনী নিয়ে আলোচনা করেন মাদারীপুর জোনের যোনাল ম্যানেজার আ:মান্নান।
এসময় আর আলোচনা দোয়ায় অংশ গ্রহণ করেন,যোনাল অডিট অফিসার মো:নাজিমুল ইসলাম, প্রশিক্ষনার্থী যোনাল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এরিয়া ম্যানেজার মো. আব্দুর রহিমসহ মাদারীপুর জেলার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।
LN24BD