Monday, April 29, 2024
HomeScrollingমিডিয়ার ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি

মিডিয়ার ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি

এর আগেও একাধিকবার সাংবাদিকদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন তথা বিএফডিসিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল বুধবার এফডিসির এক দাপ্তরিক আদেশে ফের বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু একদিনের মাথায় সংবাদমাধ্যমের ক্যামেরা প্রবেশে কড়াকড়ি তুলে নিল এফডিসি।

আজ বৃহস্পতিবার দাপ্তরিক আদেশটি সংশোধন করেছে এফডিসি কর্তৃপক্ষ। সংশোধিত আদেশে বলা হয়েছে, ‘শুধু যেসব মিডিয়ার ক্যামেরা বাণিজ্যিক উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ করবে, তাদেরকে পরিচালক (উৎপাদন) বরাবর আবেদন করতে হবে।’

বাণিজ্যিক উদ্দেশ্যের প্রসঙ্গে নাম না প্রকাশের শর্তে এফডিসির এক কর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘শুধু ইউটিউবে প্রচারের জন্য যারা এফডিসিতে ক্যামেরা নিয়ে আসবেন, তাদের অনুমতি নিতে হবে। সংবাদকর্মীদের আলাদা কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’

এর আগে গতকাল বুধবার এফডিসির দাপ্তরিক আদেশে বলা হয়েছিল, ‘সংবাদ গ্রহণের উদ্দেশ্যে মিডিয়ার ক্যামেরা প্রবেশ করলে অবশ্যই বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নিজস্ব লেটার হেডপ্যাডে আবেদন করতে হবে।’

এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ফলস্বরুপ আদেশটি সংশোধন করে এফডিসি কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments