Monday, May 6, 2024
HomeScrolling২৮ কেজি গাজা উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব-৮ ॥ আটক-১

২৮ কেজি গাজা উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব-৮ ॥ আটক-১

মাদারীপুর প্রতিনিধি।।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প রবিবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলা থেকে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে রবিবার রাতে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চরফিলিজ বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২৮ কেজি গাজাসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সৈয়দপুরের মৃত বশির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে (৪৭) আটক করেন।
এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানান, আটক জাহাঙ্গীর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে হরিনা ফেরীঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার কার্যক্রম চালিয়ে আসছেন।
আসামী ও উদ্ধার করা গাঁজা এবং অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার সখিপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments