Friday, May 3, 2024
HomeScrollingনির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সম্ভব হবে না: আইনমন্ত্রী

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সম্ভব হবে না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সম্ভব হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে সংবিধানে যে আইনের কথা বলা হয়েছে তা করা হবে না- আমি এমন কথা বলছি না। কিন্তু কোভিড পরিস্থিতি ও সব কিছু মিলিয়ে যেহেতেু বর্তমান নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে; সেহেতু এখন এ আইন করাটা সম্ভব না।

আনিসুল হক বলেন, যদিও সার্চ কমিটির গেজেটটা আইন নয়। এটা সবার ঐক্যমতের মাধ্যমে হয়েছিল এবং মহামান্য রাষ্ট্রপতি সেটা গেজেট করেছিলেন, সেটা কিন্তু আইনের কাছাকাছি।

তিনি বলেন, এ সার্চ কমিটি দিয়ে কয়েকটি নির্বাচন কমিশনের সদস্য মনোনীত করা হয়েছিল, নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আজকে নতুন করে অন্য কোনো কথা বলাটা আমার মনে হয় অবকাশ নেই।

সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির হাতে। অধিকাংশ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে সর্বশেষ দুই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন।

নতুন ইসি গঠন নিয়ে নানা আলোচনার মধ্যে সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন। তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।

পরদিন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে বিএনপির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments