Thursday, May 2, 2024
HomeScrolling৫০০ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে

৫০০ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ তথ্য দিয়েছে এএফপি।

এদিকে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গতি সঞ্চার হয়েছে।

উপাত্ত অনুযায়ী, প্রথম ১০০ কোটি টিকা দিতে প্রায় ১৪০ দিন সময় লাগলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ১০০ কোটি ভ্যাকসিন দিতে ২৬ থেকে ৩০ দিন সময় লাগে।

৫০০ কোটি টিকার প্রায় ৪০ শতাংশ চীনে দেওয়া হয়। এ ক্ষেত্রে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ এবং যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেওয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেওয়া হয়।

১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা প্রয়োগের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি ১০০ বাসিন্দাকে ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ হিসাবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

উরুগুয়ের প্রতি ১০০ বাসিন্দাকে ১৫৪ ডোজ, ইসরায়েলে ১৪৯, কাতারে ১৪৮, সিঙ্গাপুরে ১৪৭, বাহরাইনে ১৪৪, ডেনমার্কে ১৪৩, চিলিতে ১৪০, কানাডায় ১৩৯, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮ করে, চীনে ১৩৬, স্পেনে ১৩৪, আয়ারল্যান্ডে ১৩৩ ও যুক্তরাজ্যে প্রতি ১০০ বাসিন্দাকে ১৩২ ডোজ টিকা দেওয়া হয়েছে।

বিশ্বব্যাপী গড়ে প্রতি ১০০ বাসিন্দাকে ৬৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এ দিকে স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার পর্যন্ত  বাংলাদেশে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments