Thursday, May 2, 2024
Homeদিনাজপুরবিরামপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বিরামপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা।।

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ,উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,সেচ্চাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা,বিরামপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

(১৫ আগস্ট) রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

এসময় উপজেলা পরিষদ চত্বরে সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে ১৫ আগস্টে সকল শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর সহকারী পুলিশ সুপার এ,কে,এম ওহিদুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments