Friday, May 3, 2024
HomeScrollingশুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি

শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক।।

প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে চলবে ট্রেন। এর আগে সোমবার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

সংবাদমাধ্যমকে রেলওয়ের কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে ও মোবাইল অ্যাপে এবং বাকি অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

সোমবার সকাল থেকে টিকিট কিনতে যাত্রীরা ভিড় করেন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকাল ৮ থেকে শুরু হয় বিক্রি।

আগামী বুধবার থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

সরকার গণপরিবহনে আসনসংখ্যার সমান যাত্রী বহনের সুযোগ দেওয়ায় সব আসন ভর্তি করেই চলবে ট্রেন।

এর আগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত ঘোষণা করে সবাইকে কভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে রেল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর বিধিনিষেধ আরোপ হলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করা হলে ট্রেন যোগাযোগ চালু ছিল। এবার ১৯ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রেল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments