Friday, May 3, 2024
HomeScrollingঈদুল আজহার তারিখ নির্ধারণে রবিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ঈদুল আজহার তারিখ নির্ধারণে রবিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

অনলাইন ডেস্ক।। 

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে রবিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বাদ মাগরিব সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধও করা হয়েছে।

৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে চাঁদ দেখার তথ্য দেওয়া যাবে।

এ দিকে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় ১১ জুলাই জিলহজ মাস শুরু হবে সৌদি আরবে। আর ঈদুল আজহা পালিত হবে ২০ জুলাই।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments