মাদারীপুর জেলার শিবচর থানাকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়। তার মধ্য উল্লেখযোগ্য হলো নির্দিষ্ট ষোলটি পয়েন্টে 24 ঘন্টা পুলিশ মোতায়েন করে জনসাধারণের চলাচল সীমিত করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যতীত সকল দোকানপাট, হাট-বাজার, খেয়াঘাট, বাস স্ট্যান্ড বন্ধ ঘোষণা করে বাস্তবায়ন করা, প্রতিটি অঞ্চলে উপস্থিত হয়ে জনগণকে ঘরে আবদ্ধ থাকতে উদ্বুদ্ধ করা।
“সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ সব সময় রাস্তায় আছে তাই সাধারণ মানুষকে রাস্তায় বের না হতে অনুরোধ করা”|
সুত্র- মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার(শিবচর ও রাজৈর সার্কেল) মো. আবির হোসেন।