Thursday, May 2, 2024
HomeScrollingচালকের সচেতনতা পর্যবেক্ষণ করবে টেসলার ক্যামেরা

চালকের সচেতনতা পর্যবেক্ষণ করবে টেসলার ক্যামেরা

চালকবিহীন প্রযুক্তি অটোপাইলট ব্যবহারের সময় গাড়িতে থাকা ড্রাইভারের সচেতনতা পর্যবেক্ষণ করতে সফটওয়্যারে নতুন আপডেট এনেছে টেসলা।

অটোপাইলটের মাধ্যমে গাড়ি চালালেও ড্রাইভারকে সব সময় সচেতন থাকতে হয়। তবে অনেকে চালকের আসন ছেড়ে পেছনে গিয়ে বসেন বলে অভিযোগ আছে।

বিবিসি জানিয়েছে, নতুন ফিচারে বিষয়টি ধরা পড়বে। অটোপাইলট চালু করে ড্রাইভার আসন ছেড়ে গেলে নোটিফিকেশন আসবে।

কিছু গাড়িতে চালকের দৃষ্টি পর্যবেক্ষণের ফিচার আছে। ঠিকমতো দৃষ্টি না রাখলে গাড়ি বন্ধ হয়ে যায় অথবা গতি কমে যায়।

টেসলা তাদের রিয়ার-ভিউ আয়নার উপরে ক্যামেরা ব্যবহার করে। এই ক্যামেরাতেই নতুন সফটওয়্যার আপডেট করা হয়েছে।

অটোপাইলট ব্যবহারের সময় ক্যামেরাটি অসচেতনতা শনাক্ত করে চালককে সতর্ক করবে।

গত মাসে টেসলা তাদের প্রেস টিম ভেঙে দেয়ায় এ বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তাই আরও বিস্তারিত জানতে পারেনি বিবিসি।

এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে বলা হয়, এক ব্যক্তি অটোপাইলট চালু করে যাত্রীদের সিটে গিয়ে বসেন। ধরা পড়ার পর তাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

চালক আসন থেকে সরে গেলেও গাড়ি অপারেট করার এই সুযোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছিল টেসলা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments