
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদী উত্তর বালিচড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন- ২০২৫ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে একটানা বিকাল ৩টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ভোট গ্রহণ শেষে প্রার্থী, এজেন্ট, নির্বাচন কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী, উপজেলা সমবায় কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিটির সভাপতি ও চিলাই নদী উত্তর বালিচড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. শফিকুল ইসলাম শফিক।
সভাপতি পদে চেয়ার প্রতীকে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আবাব মিয়া কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে দেওয়াল ঘড়ি প্রতীকে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. চান মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ১৮ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে জাফর আলী খান, সম্পাদক পদে সারওয়ার আহম্মদ এবং সদস্য পদে আনোয়ার হোসেন আকন্দ, মো. আমির হোসেন, রুহুল আমিন, মো. হাসান আকন্দ, জসীম উদ্দিন, জেছমিন আক্তার, রোকসানা আক্তার লাকী ও শাহিনুর বেগম। মোট ভোটার সংখ্যা ছিল ৬২, তন্মধ্যে মোট কাস্টিং ভোট ৫২ এবং ১২টি পদে মোট প্রার্থী ছিলেন ১৪ জন। তন্মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে ১জন, সম্পাদক পদে ১জন এবং সদস্য পদে ৮জন। #
