Friday, April 26, 2024
HomeScrollingসোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে  ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারি  গ্রেপ্তার

সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে  ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারি  গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানে  ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারি  গ্রেপ্তার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ডাকাতি, ছিনতাইকারীসহ চোরাই মোবাইল উদ্ধারের ব্যপক অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৯.৩০ ঘটিকায় সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০২ টি চোরাই মোবাইলসহ ১০ জন চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ সাহাজুল ইসলাম @ সাজু (৫০), ২। কবির হোসেন (৪২), ৩। রোমান মোল্লা (২৪), ৪। মোঃ রাসেল গাজী @ মিঠু (২৯), ৫। হাবিবুর রহমান (৫০), ৬। মোঃ রাজু আহম্মেদ (২৯), ৭। নবীর হোসেন (৩২), ৮। মোঃ শাহীন (২৫), ৯। মোঃ জয়নাল আবেদীন (৩০) ও ১০। মোঃ হাবিব উল্লা সোহাগ (২৫) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে চোরাই মোবাইল নিজেদের হেফাজতে রেখে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments