Saturday, April 27, 2024
HomeScrollingশেফালির প্রেমিকেরা এখন কী করবে?

শেফালির প্রেমিকেরা এখন কী করবে?

‘শেফালির প্রেমিকেরা’ নাটকের চার অভিনয়শিল্পী

বয়সের ব্যাপক ব্যবধান সত্ত্বেও তারা তিনজন বন্ধু। সবকিছু ভালোই চলছিল। তখনই অঘটন ঘটে, যখন তিনজনই গোপনে অনার্স পড়ুয়া শেফালির প্রেমে পড়ে।

কাজী শাহিদুল ইসলামের রচনায় সাগর জাহান নির্মাণ করেছেন ঈদ ধারাবাহিক ‘শেফালির প্রেমিকেরা’।  শেফালির ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। তার প্রেমিকেরা বলেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল ও ইশতিয়াক আহমেদ রুমেল।

নাটকের গল্পে দেখা যাবে, টানা দুই মাস জেল খেটে বাদল মহল্লায় প্রবেশ করে বাইকে চড়ে। টুটুল বাইক চালায় আর ওর পেছনে বসা বাদল আর রুস্তম।

টুটুল বাদলের চাইতে বারো-চৌদ্দ বছরের ছোট আর রুস্তম বাদলের উনিশ-কুড়ি বছরের বড়। তারপরও ওরা তিনজন বন্ধু।

টুটুলের এখন সবে প্রেম করার বয়স, বাদলের বিয়ের বয়স পেরিয়ে যায় যায় আর রুস্তমের বিয়ের বয়স পার হয়ে গেছে আগেই।

বাইক নিয়ে মহল্লায় চষে বেড়ানো, ঘরে-বাইরে আড্ডাবাজি, কাচ্চি খেতে যাওয়া যখন তখন-এইতো কাজ ওদের। যেন মাস্তি করে জীবনটা পার করে দেওয়ার পণ করেছে ওরা। এর মধ্যেই শেফালির সঙ্গে পরিচয় হয় ওদের।

যে টুটুল আসতে যেতে নিশির মতো মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যে বাদল ইপ্পুর তাজা গোলাপের মালা ফিরিয়ে দিয়েছে অপমান করে, যে রুস্তম আড্ডাবাজির মোহে পড়ে বিয়ের বয়স পার করেছে অনেক আগে সেই তারাই আজ গোপনে গোপনে শেফালির প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কেন?

নাটকটিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।

‘শেফালির প্রেমিকেরা’ ঈদের সাতদিন সন্ধ্যা পৌনে ৭টায় প্রচার হবে এনটিভিতে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments