Friday, April 26, 2024
Homeসারাদেশঢাকা বিভাগরাজৈরে ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজৈরে ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা।।
করোনা ভাইরাসের ঝুকিতে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের সহায়তায় রাজৈরে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন। এসময় বালা মিয়া ফাউন্ডেশনের ব্যানারে ব্যক্তিগত তহবিল থেকে ৮০০ পরিবারের মাঝে সাবান, ডিটারজেন পাউডার, আলু, চাল, ডাল, মাস্ক ও বিস্কুট এবং একই অনুষ্ঠানে সরকারী বরাদ্ধে ২০০ পবিরারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বালা মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপপরিচালক মহব্বত হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ,এম মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান সাহাদাৎ হোসেন ,রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ। অপরদিকে বুধবার বিকালে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাশিমনগর মোড়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব টিপু সুলতান মাতুব্বর ও তার ভাই সৌদী প্রবাসী কামরুল হাসান জুয়েলের ব্যক্তিগত তহবীল থেকে করোনা ভাইরাসে মোকাবিলায় ঘরে থাকা ১০০০ টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনার প্রভাব বর্তমানে স্থিতিশীল রয়েছে, এর মানে এই নয় যে, আমরা শংকা মুক্ত। আমাদের প্রতিটি মানুষকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাদের ব্যাপারেও আমরা কঠোর হবো।’ যদি কেউ ত্রান বিতরনে অনিয়ম বা চুরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। সভায় আরো বক্তব্য রাখেন রাজৈর উপজেলার চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন , ইউপি চেয়ারম্যান আলহাজ্ব টিপু সুলতান মাতুব্বর প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments