Saturday, April 27, 2024
HomeScrollingযে কারণে ‘গলুই’য়ে শাকিব খান

যে কারণে ‘গলুই’য়ে শাকিব খান

অনলাইন ডেস্ক |

ঈদে মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্র ‘গলুই’। এটিই শাকিবের প্রথম সরকারি অনুদানের সিনেমা। তাই অভিনেতার কাছে যেমন স্পেশাল, তেমনি তার ভক্তদের কাছেও এই সিনেমার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিকে শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশ থেকে দূরে থাকলেও সিনেমার প্রচারে চুপ থাকলেন না নায়ক। দীর্ঘ একটি স্ট্যাটাসে ‘গলুই’ নিয়ে অনেক কথা বলেছেন। জানিয়েছেন, কেন তিনি এই সিনেমায় কাজ করেছেন।

শাকিব লিখেছেন, ‘বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধ হয় বিজ্ঞজনরা বলেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

‘গলুই’ সিনেমায় বাংলার হারানো ঐতিহ্য তুলে ধরা হয়েছে জানিয়ে শাকিব লেখেন, ‘‘ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’-তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছিল হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোমান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য।”

মূলত দায়বদ্ধতা থেকেই সিনেমাটি করেছেন শাকিব। তিনি লিখেছেন, ‘সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে এই কাজটি করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারি অনুদানের ছবি হলেও এটিকে পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সব শ্রেণির দর্শক ছবিটির সঙ্গে থাকবেন।’

‘গলুই’-এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শাকিব। এতে অভিভূত কিং খান। সবার উদ্দেশ্যে বললেন, “আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস আপনারা অভিভূত হবেন।’

উল্লেখ্য, ‘গলুই’ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও আছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী, আলী রাজ প্রমুখ। সিনেমাটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments