Friday, April 26, 2024
HomeScrollingময়মনসিংহে মোবাইল চুরির অপবাদে গাছে বেঁধে শিশুকে নির্যাতন

ময়মনসিংহে মোবাইল চুরির অপবাদে গাছে বেঁধে শিশুকে নির্যাতন

ময়মনসিংহ সংবাদদাতা |

ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল চুরির অপবাদে এক শিশুকে (৯) গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- ফাতেমা বেগম ও ছেলে হিমেল। তারা একই উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসিন্দা।

গত ৪ জুন দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের একটি গ্রামে এ অমানবিক শিশু নির্যাতনের ঘটনা ঘটে।

ঘটনাটি প্রথমে স্থানীয়দের মাঝে গোপন থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির বাবা জানান, ওই দিন দুপুরে বাড়ি থেকে তার ছেলেকে ডেকে নিয়ে যান নির্যাতনকারী ফাতেমা ও তার ছেলে হিমেল। বাড়িতে নিয়ে মোবাইল চুরি অপরাধে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে তাকে মারধর করেন।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন বলে জানান তিনি।

শিশুটির বাবা আরও বলেন, স্থানীয়ভাবে বিচারের আশ্বাসে নির্যাতনের এ ঘটনাটি গোপন রেখেছিলাম।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ জানান, ফেইসবুক ও স্থানীয় লোকজনের মাধ্যমে বৃহস্পতিবার এ ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ ঘটনায় গৌরীপুর থানার পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত মা ও ছেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments