Friday, April 26, 2024
HomeScrollingমাদারীপুরে সমন্বিত অভিযানে সাড়ে ৩হাজার জাটকা ও ৪ হাজার জাল উদ্ধার

মাদারীপুরে সমন্বিত অভিযানে সাড়ে ৩হাজার জাটকা ও ৪ হাজার জাল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে সমন্বিত অভিযানে ৩ হাজার ৪শো কেজি(৮৫ মণ) জাটকাসহ একটি পিকআপ আটক ও ৪ হাজার কোনা জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল সকাল থেকে রাত পযন্ত এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড, মাওয়া ঘাট স্টেশন ও শিবচর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। এসময় জাটকাগুলো বিভিন্ন এতিম ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

মাদারীপুর মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২৩ উপলক্ষে
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে মাওয়া- ভাংগা এক্সপ্রেসওয়ে এর কাঠালবাড়ি অংশে, পিক আপ সহ ১৭ ব্যারেল জাটকা আটক করে বিতরণ করা হয়েছে। এবং অবৈধ কোনা জাল পুড়িয়ে ফেলা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

MHS /LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments