Friday, April 26, 2024
HomeScrollingফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি

ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ চেলসি

অনলাইন ডেস্ক |

চলতি মৌসুমে আরও একবার শিরোপা লড়াইয়ে নামছে লিভারপুল-চেলসি। আগামী ১৪ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট।

এর আগে একই মাঠে ফেব্রুয়ারির শেষদিকে লিগ কাপের (ইএফএল বা কারাবো কাপ) রোমাঞ্চকর টাইব্রেকারে চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল। ব্লুজরা কি এবার সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে এফএ কাপ জিতে?

সেই আশাটা করতেই পারেন স্টামফোর্ড ব্রিজের কোচ টমাস টুখেল। নয়তো চলতি মৌসুমে খালি হাতে থাকতে হবে গত আসরের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের। প্রিমিয়ার লিগে এখন তাদের লড়াই শীর্ষ চারে থাকার। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেও বিদায় নিয়েছে চেলসি। এফএ কাপ জিতলে অন্তত কিছুটা হলেও হতাশা ঘুচবে ব্লুজদের।

অন্যদিকে কেবল ট্রেবল নয়, কোয়াড্রপল জয়ের স্বপ্নও দেখছে লিভারপুল। লিগ কাপের পর এবার তারা এফএ কাপের ফাইনালে। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক। আর ভিয়ারিয়াল বাধা পেরোতে পারলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত। অ্যানফিল্ডের কোচ ইউর্গেন ক্লপ নিশ্চিত এমন ইতিহাস গড়ার সামনে থেকে মনোযোগ সরাবে না।

চেলসি কারাবো কাপের ফাইনালে উঠেছে ওয়েম্বলিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসকে ২-০ ব্যবধানে হারিয়ে। অন্যদিকে আগেরদিন সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মতো পরাশক্তিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments