Saturday, April 27, 2024
HomeScrollingপ্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব রাজারহা‌টের তিস্তার ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব রাজারহা‌টের তিস্তার ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন

এ‌জি লাভলু, কু‌ড়িগ্রাম:

২৫ সে‌প্টেম্বর ২০২১ শনিবার দুপুর ৩ঃ০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেসসচিব রাজারহাটের কৃতি সন্তান এ.বি.এম. সারওয়ার-ই-আলম সরকার (জীবন), রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করেন। তিস্তা গোকুন্ডা ইউনিয়ন থেকে শুরু করে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম, বগুড়াপাড়ায় বিলীন হয়ে যাওয়া বসতভিটে ও আবাদী জমি ওপর বহমান তিস্তার বুকে নৌকায় চরে ঘুরে ঘুরে দেখেন। পরে এলাকাবাসীর সাথে তিস্তার ভাঙ্গনরোধে স্বল্প মেয়াদী ও স্থায়ী সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। ২৬ সে‌প্টেম্বর বাশের বান্ডাল দিয়ে নদীর স্রোতের গতিপথ বদলাতে স্বল্পমেয়াদী পরিকল্পনার কথা সবার সামনে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ, যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, প্রচার প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকুনুজ্জামান রোকন, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার, রূপালী ব্যাংক সহকারী ম্যানেজার সাজু প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম. সারওয়ার-ই-আলম সরকার (জীবন) তাৎক্ষনিক ওই ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকারকে জরুরি বাশের বান্ডাল নির্মাণে স্থানীয়দের পাশে থাকতে নির্দেশ দেন। এছাড়াও কয়েকমাস পরে শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিবদের এখানে নিয়ে এসে তিস্তানদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে তার পরিকল্পনার কথা জানান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments