Friday, April 26, 2024
HomeScrollingপাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন ফিলিপ্পো গ্রান্ডি

পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন ফিলিপ্পো গ্রান্ডি

অনলাইন ডেস্ক।

পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এর আগে প্রথম দফায় ২০১৯ সালের মার্চে ঢাকা সফর করেছিলেন তিনি।

শনিবার (২১ মে)  ইউএনএইচসিআরের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের তহবিল কার্যক্রম সংকট উত্তরণের জোরদারেই মূলত এবারের ঢাকা সফরকে বেছে নিয়েছেন হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। বৈশ্বিক দাতা সংস্থা ও দেশগুলোকে সহায়তার হাত সম্প্রসারিত করার আহ্বান জানাবেন তিনি।

এ সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হাইকমিশনার সরকারের দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজার ও ভাসানচরে স্বেচ্ছায় স্থানান্তরিত হওয়া রোহিঙ্গাদের চলমান কার্যক্রম আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে কাজ করা স্থানীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গেও বৈঠক করবেন।

ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments