Friday, April 26, 2024
HomeScrollingপরিবহন ও গাড়ী মালিকদের পুরানো আয়কর রেখে বর্ধিত আয়কর বাদ দিতে সংবাদ...

পরিবহন ও গাড়ী মালিকদের পুরানো আয়কর রেখে বর্ধিত আয়কর বাদ দিতে সংবাদ সম্মেলন

 মাদারীপুর প্রতিনিধি।।

এ যাবত (১৮৩) দিন পরিবহন বন্ধ রাখায় চরম বিপর্যয়ে মুখে পড়েছে পরিবহন শ্রমিক ও গাড়ীর মালিকরা, আর এর মধ্যে (মরার উপর খারার গাঁ) এমনিতে ইনকাম নেই তার উপর বর্ধিত আয়কর ধরা হয়েছে পরিবহন ও গাড়ীর মালিকদের উপর। তাই সড়ক পরিবহন ও গাড়ীর মালিকদের পুরানো আয়কর রেখে বর্ধিত আয়কর বাদ দিতে রবিবার দুপুরে বাস মালিক সমিতির হল রুমে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতি ও জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে জানান, ২০২০ সালের মার্চ হইতে অদ্য পর্যন্ত সরকারের নির্দেশ মোতাবেক করোনা মাহামারী কারনে ১৮৩ দিন গাড়ী চলাচল বন্ধ আছে। এছাড়া ৬০% বর্ধিত ভাড়া নিয়ে অর্ধেক যাত্রী বহন করিয়া কোন মতে পরিবহন চালু রাখিতে বাধ্য হয়েছে। কিন্ত এই বছর এমনিতেই চার মাসের গাড়ীর কিস্তির টাকা পরিশোধ করতে পারি নাই।

এরপর রাস্তার চাঁদা, ড্রাইভার ,সুপারভাইজার, হেলপারের সম্পুর্ন বেতনের টাকা পরিশোধ করতে হয়। এঅবস্থায় পরিবহন ও গাড়ীর মালিকদের সাথে কোনা আলাপ না করিয়া আগের আয়কেরর দ্বিগুন আয়ক ধার্য করা হয়েছে। যাদের ১লা জুলাই ১০ বছর অতিক্রম করে নাই যেখানে ৯হাজর টাকা সেখানে ১৬হাজার ৫শত টাকা এবং যারা ১০ বছর অতিক্রম করেছে তাদের ৪হাজার ৫শত টাকার পরিবর্ততে ২১হাজার টাকাসহ ২৫হাজার ৫শত টাকা আয়কর পরিশোধ করতে হবে। এমনিতেই পরিবহন ও গাড়ীর মালিকরা বিপর্যয়ের মধ্যে তারপর আবার বর্ধিত আয়কর তাই তাদের দাবী তাদের পুরানো আয়কর রেখে আয়কর পরিশোধ করার সুযোগ যেন করে দেয়া হয়। এসময় জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সহ মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক মো. মফিজুুর রহমান জানান, গত বছর থেকে ১৮৩দিন আমাদের পরিবহন বন্ধ তার উপর আবার বর্ধিত আয়কর এটা এমন যেন, মরার উপর খারা গাঁ। আমি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করছি ও দাবী জানাচ্ছি আমাদের বর্ধিত আয়কর বাদ দিয়ে পুরানো যে আয়কর রয়েছে সেটা পরিশোধ করার সুযোগ করে দেয়া হোক। মাদারীপুর সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হোসেন তুষু জানান, আমাদের সড়ক পরিবহন ও গাড়ীর মালিকদের এই বিপর্যয় থেকে বাচাঁতে বর্ধিত আয়কর থেকে মুক্তি দিয়ে আগের আয়কর দেয়ার সুযোগ করে দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments