Saturday, April 27, 2024
HomeScrollingএবার আসছে ‘কেজিএফ ২’ ঝড়, মুক্তির আগে আয় ৭ কোটি!

এবার আসছে ‘কেজিএফ ২’ ঝড়, মুক্তির আগে আয় ৭ কোটি!

অনলাইন ডেস্ক |

১৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ‘কেজিএফ ২’। আর এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। শুধু ভারতে নয়, ভারতের বাইরে টিকিট নিয়ে চলছে দর্শকদের কাড়াকাড়ি। জানা গেছে, মুক্তির আগেই ৭ কোটি রুপির টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে অনুমান করা যাচ্ছে, ‘কেজিএফ ২’ও হয়তো বিশাল পুঁজি ঘরে তোলার দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতের গণমাধ্যমের খবর, সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি রুপি উপার্জন প্রায় নিশ্চিত করে ফেলেছে। আশা করা হচ্ছে, কেজিএফ ২ হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম ৩০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে।

গত ২৭ মার্চ রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই মাতিয়ে তুলেছে নেটমাধ্যম। প্রকাশের ১ ঘণ্টার মধ্যেই ২ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখেছেন। অবশ্য এমন হুমড়ি খেয়ে পড়ার যথেষ্ট কারণও আছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় ভারতীয় এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নেয়। তাইতো সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। নতুন কিস্তি নিয়ে দর্শকের মাঝে উন্মাদনা এতটাই বেশি যে, সিনেমাটির মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা ইয়াশের ভক্তদের একটি গ্রুপ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments