Friday, March 29, 2024
HomeScrolling২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮২ জন হাসপাতালে মৃত্যু ২

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮২ জন হাসপাতালে মৃত্যু ২

অনলাইন ডেস্ক।।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮০ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। চলতি মাসের ১২ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯১৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৭৪২ জন, আর বাকি ১৭৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ২০ হাজার ৫১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৫২২ জন।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments