Wednesday, April 24, 2024
Homeআইন-আদালতশরীয়তপুরে ত্রাণ নিয়ে বেদে ও তৃতীয় লিঙ্গ পল্লিতে ডিসি

শরীয়তপুরে ত্রাণ নিয়ে বেদে ও তৃতীয় লিঙ্গ পল্লিতে ডিসি

মোঃ জামাল মল্লিক, বিশেষ সংবাদদাতা।।

শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের লকডাউন মেনে নিয়ে যার যার বাড়িতে অবস্থান করছেন খেটে খাওয়া বেদে ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) পরিবারাও। লকডাউন মানতে গিয়ে খেটে খাওয়া বেদে ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) পরিবারা গুলো কর্মহীন হয়ে পরেছেন। তাদের কথা বিবেচনা করে শরীয়তপুর সদর উপজেলার
৭৮ টি বেদে পরিবার ও ১২টি তৃতীয় লিঙ্গ (হিজড়া) পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন মানব দরদী জেলা প্রশাসক কাজী আবু তাহের। সোমবার সারাদিন জেলা প্রশাসকের বেসরকারি ব‍্যক্তি,সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অনুদান হইতে বেদে পল্লি, মুন্সির হাট, ডোমসার ও আংগারিয়া ব্রীজের পাশ্ববর্তী বেদেপল্লি এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের কমিউনিটিতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ, এসি ল‍্যান্ড সদর ফাতেমা খাতুন,এনডিসি মোহাম্মদ পারভেজ ও ডোমসার ইউপি চেয়ারম্যান চানমিয়া মাদবর প্রমুখ।
তাদের মাঝে দেওয়া হয় ১০কেজি চাল, ৫কেজি আলু, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ, ২৫৯ গ্রাম রসুন, সয়াবিন তেল ও এন্টিসেপটিক সোপ প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments