মাদারীপুর প্রতিনিধি।।
নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী, প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোক্তা অধিকার আইন খুবই কঠোর তাই আমরা কোন পন্যে যেন ভেজাল না করি। আসুন আগামী রমজান উপলক্ষে পন্যের দাম সঠিক রাখি এবং ভেজাল মুক্ত রাখি। প্রয়োজনে একটু দামও কম রাখি, বিশ্বের প্রায় দেশে বিভিন্ন সময় বিভিন্ন দিবসে পন্যের দাম কমিয়ে রাখা হয়।
মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সিভিল সার্জন মো. মুনীর আহমেদ খান, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল, জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
MHS /ln24bd
Leave a Reply