মাদারীপুর প্রতিনিধি।।
পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ ‘ যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে ‘ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, পর্যটন একটি শিল্প, যা কি একটি জেলা বা দেশের জন্য বিশ্বের কাছে পরিচিত হওয়ার একটি মাধ্যম। আমাদের কক্সবাজার ও কুয়াকাটা দেশের একটি পর্যটন এলাকা যেখানে গেলে মন ভালো হয়ে যায়।
মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. ফুয়াদ এর সঞ্চালনায় মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানাসহ জেলার
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
LN24BD