Saturday, April 27, 2024
HomeScrollingবিতর্কিত সাইয়েমা হাসানকে অব্যাহতি, নতুন দায়িত্বে সুফল

বিতর্কিত সাইয়েমা হাসানকে অব্যাহতি, নতুন দায়িত্বে সুফল

মাস্ক ব্যবহার না করে রাস্তায় বের হওয়ার অপরাধে চার বৃদ্ধকে কানে ধরিয়ে শাস্তি দেওয়া সেই এসিল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুফল চন্দ্র গোলদারকে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম শনিবার (২৮ মার্চ) সকালে এই আদেশ দেন। সুফল চন্দ্র ইতিমধ্যে মণিরামপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি ও হুকুম দখল শাখা) হিসেবে কর্মরত ছিলেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।

আহসান উল্লাহ শরিফী বলেন, শুক্রবার (২৭ মার্চ) বিকেলের অনাকাঙ্খিত ঘটনায় তাৎক্ষণাত জেলা প্রশাসক স্যার এসিল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তার স্থলে আজ শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন সুফল চন্দ্র গোলদার।

করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণের চলাচল নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেলে মণিরামপুরের চিনাটোলা ও কোনাকোলা বাজারে অভিযান পরিচালনাকালে চার বৃদ্ধকে মাস্ক না পরার অপরাধে কানে ধরিয়ে শাস্তি দেন সাইয়েমা হাসান। এদের মধ্যে কোনাকোলা বাজারে একজনকে তিনি উঠবস করান। আবার সেই ছবি নিজেই মোবাইলে ধারণ করেন। শুক্রবার রাত থেকে বৃদ্ধদের কান ধরানো ছবিগুলো ফেসবুকে ভাইরাল হতে থাকে। সাইয়েমা হাসানের শাস্তির দাবিতে বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে কান ধরানো সেই বৃদ্ধদের খোঁজখবর নিতে শনিবার সকালে তাদের বাড়িতে খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছেন ইউএনও আহসান উল্লাহ শরিফী।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments