জামালপুর সংবাদদাতা।।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ, টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে জনগণের মাঝে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়ার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রতিকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ। বক্তারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ছে আরেকদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার। পরিকল্পিতভাবে জনগণকে দুর্ভোগে ফেলে দেয়া হচ্ছে। জনগণের ভোটের নির্বাচিত সরকার না বলেই তারা সাধারণ মানুষের কথা চিন্তার করছেন না। জনগণকে আরো দুর্বল করে তারা প্রতিবাদের শক্তিটুকুও কেড়ে নিতে চায়। এই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর জন্য সকলকে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।
Leave a Reply