ডেস্ক রিপোর্ট।।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫১১টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।
হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১১৭ জন এবং উপসর্গ নিয়ে ৫১ জন মোট ১৬৮ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।
এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ১০ জন করোনাক্রান্ত ও ৫ জন করোনা উপসর্গ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় মোট আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৪০ জন।