
পঞ্চগড় সংবাদদাতা।।
গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরুসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা। শনিবার (৩০আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গী মোড়ে ঢাকা পঞ্চগড় মহাসড়কে বিক্ষোভ করে।
এতে রাস্তার উপায় পাশে যানবাহন আটকা পড়ে যায়।
এ সময় কোন অধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান সহ অনেকে বক্তব্য দেন।
পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়।
