Saturday, July 12, 2025
HomeScrollingকাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক এবং প্রতিবন্ধীদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা অডিটোরিয়াম হলরুমে কাশিয়ানী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ২’শত ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শুকনা খাবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২’টি পরিবারের মাঝে ৬’হাজার টাকার চেক ও দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা উপসহকারী প্রকৌশলী আওয়ালের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজ ও পরিরের বোঝা নয়। উপযুক্ত সেবা ও শিক্ষা পেলে তারা ও দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তাই তাদের অবহেলা নয় সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেরুজ্জামানসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments