Saturday, July 12, 2025
HomeScrollingমাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি।।
প্লাস্টিকের দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একস্থানে শেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও  পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

‎মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: এস এম শরিফুর রহমান সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন  মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী, সহকারী কমিশনার সেবক মন্ডল, সহকারী কমিশনার কঙ্কনা প্রভা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থীরা এবং বিডি ক্লিনের স্থানীয় সদস্যবৃন্দ।


‎এসময় বক্তারা পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার সীমিত করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিংয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিবেশগত বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করবে। প্লাস্টিকের বিকল্প তৈরি ও ব্যবহারে আমাদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারাকে কাজে লাগাতে হবে। এটি শুধু সরকারের কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। গাছ লাগানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেথে পরিবেশ রক্ষা সম্ভব।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments