Monday, April 21, 2025
HomeScrollingতারুণ্য পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া ও  উপদেষ্টা পরিচিতি সভা

তারুণ্য পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া ও  উপদেষ্টা পরিচিতি সভা

বিশেষ প্রতিনিধি।।
‎তারুণ্য পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া ও  উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) মাদারীপুর ফুডবাজ চাইনিজ এন্ড রেষ্টুরেন্ট এ সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার, দোয়া ও  উপদেষ্টা পরিচিতি সভার আয়োজন করেন তরুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান।
এসময়  মাদারীপুর বিভিন্ন সেচ্ছাসেবী,  সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ওয়াদুদ জনি মিঞা,আব্দুল্লাহ আল মামুন শফিক খান,এ্যাড. মশিউর রহমান পারভেজ,সোহেল খান,এ্যাড. মহিদুল ইসলাম,এ্যাড. আফরোজা পারভিন মিমি,শফিক স্বপন,এস এম আরাফাত হাসান,আয়শা সিদ্দিকা আকাশী,মেহেদী হাসান সোহাগ,আশিফ শাহরিয়ার রাজীব,এইচএম রেজাউল হক,ডাঃ মেহেদী হাসান সোহেল,মোঃ বায়জীদ মিয়া,মোঃ সৈকত আহম্মেদ,আজগর হাওলাদার,রিয়াজুল ইসলাম কাওছার,এইচএম হাবিবুর রহমান,সাইদুর রহমান,মোঃ সৌরভ হোসেন আরিফ,মোঃ সোহেল হাওলাদার, মোঃ এসকান্দার আলী মাতুব্বর,টিএম কবির হোসেন,মোঃ কামাল হোসেন খান,মোঃ রনি মিয়া,মনির হোসাইন চানমিয়া,মোঃ মোস্তফিজুর রহমানসহ সকল উপদেষ্টাদের পরিচিত সভা শেষে সকল সকল দের জন্য দোয়া করা হয়।

তরুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান সবার উদ্দেশ্যে বলেন,আজকের এই সুন্দর প্রোগ্রামে হয়তো  সবার দিকে সুন্দরভাবে খেয়াল করতে পারেনি, আজকের আয়োজনে  তারুন্য পরিবারের যদি কোন ভুল হয়ে থাকে, তরুণ্য পরিবারের পক্ষ থেকে, প্রতিষ্ঠাতা হিসেবে আমি সোহাগ হাসান আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি তারুন্য পরিবার আপনাদের সকলকে নিয়ে আগামীতে আরও সুন্দর কাজ করতে পারে। আজকে প্রোগ্রামে আসার জন্য সকলকে ধন্যবাদ।

‎উপস্থিত উপদেষ্টারা জানান, সোহাগ একজন দক্ষ স্বেচ্ছাসেবক তাই শুধু না, সে একজন ভাল মনের মানুষ, যেকোন অনুষ্ঠান পরিচালনা করতেও অভিজ্ঞ রয়েছে। তার সকল অনুষ্ঠান সফলতা পেয়েছে, আসা করি সোহাগের এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তার তারুণ্য পরিবার আরও এগিয়ে যাবে।

#LN24BD #

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments