Friday, April 18, 2025
HomeScrollingমাদারীপুরে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের সনদপত্র প্রদান

মাদারীপুরে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের সনদপত্র প্রদান

বড়দের মতো ছোটদেরও রয়েছে স্বতন্ত্র মনন ও কল্পনার ভুবন। তাই চাইলে মননশীল শিশুরাও হতে পারে লেখক। আর এই ভাবনায় গত ১৪ ও ১৫ মার্চ দুই দিনব্যাপী ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর। শনিবার বিকেলে এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম (উপসচিব)
এ কর্মশালায় অংশগ্রহণ করে মাদারীপুরের বিভিন্ন স্কুল থেকে আসা ৩০ জন শিক্ষার্থী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের উপপরিচালক কবি অনন্ত উজ্জল ও গবেষক মাসুদ খান। শনিবার এই কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
 কবি মাসুদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. কামরুল হাসান, কবি মিলন সব্যসাচী, আলহাজ্ব আমিন উদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন, সাংবাদিক সুবল বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামীম আহম্মেদ, কবি সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা। সভাপতিত্ব করেন বিস্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর সংগঠক লিখন মাহমুদ। কর্মশালায় অংশগ্রহণ করে ১০ থেকে ১৫ বছর বয়সের শিশু-কিশোররা। সনদ প্রদান অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments