Friday, April 18, 2025
HomeScrolling৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত ঘোষণা

৪৭তম বিসিএসের আবেদন, যা ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৯ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু ও শেষ হওয়ার সময় এবং তারিখ শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে জানিয়ে দেওয়া হবে।”

পিএসসি সূত্রে জানা যায়, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি, যার কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আবার শুরু হবে। শিগগিরই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এতে উল্লেখ করা হয়, ৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা মোট ৩ হাজার ৪৮৭টি শূন্যপদে ক্যাডার সার্ভিসে পরীক্ষায় অংশ নেবেন। ১০ ডিসেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হওয়ার কথা ছিল এবং আবেদনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১২টা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments