শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।
গোপালগঞ্জ জেলার নবাগত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেন। এ সময়ে কর্মরত সংবাদকর্মীরা আলোচনা সভায় অংশ গ্রহণ করেন এবং সংবাদকর্মীরা বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের সাথে মতামত প্রকাশ করেন।
বৃহস্পতিবার ২৬ সেক্টেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপজেলার কর্মরত সকল সংবাদকর্মীদের সঠিক তথ্য প্রকাশ করতে অনুরোধ করেন। তিনি তার বক্তব্যে দূর্নিতীমুক্ত গোপালগঞ্জ গড়তে সকল পেশা শ্রেণীর মানুষের কাছে সহযোগীতা কমনা করেন।
জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহান এবং অতিঃ জেলা প্রসাশক মোঃ গোলাম কবির।
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় সভা করেন