London Escorts sunderland escorts 1v1.lol unblocked yohoho 76 https://www.symbaloo.com/mix/yohoho?lang=EN yohoho https://www.symbaloo.com/mix/agariounblockedpvp https://yohoho-io.app/ https://www.symbaloo.com/mix/agariounblockedschool1?lang=EN
Saturday, October 5, 2024
HomeScrollingসৃষ্টিজগতের সবকিছু যেভাবে ভালোবাসত নবীজিকে

সৃষ্টিজগতের সবকিছু যেভাবে ভালোবাসত নবীজিকে

মহানবী (স.) আল্লাহ তাআলার সব সৃষ্টির প্রতি নিবেদিত প্রাণ ও দয়াপরবশ ছিলেন। নবীজি (স.) ইরশাদ করেন, ‘তোমরা পৃথিবীতে অবস্থানকারীদের ওপর সদয় হও, আল্লাহ তোমাদের ওপর দয়া প্রদর্শন করবেন’ (তিরমিজি: ১৯২৪)। সিরাতের গ্রন্থগুলোতে নবীজির প্রতিও সৃষ্টিকুলের অকুণ্ঠ সম্মান ও ভালোবাসার নজির পাওয়া যায়। এর অনেক উদাহরণ রয়েছে। পশুপাখি, গাছ, পাথর প্রিয়নবী (স.)-এর প্রতি কেঁদে ভালোবাসা প্রকাশ করেছে। সালাম জানিয়েছে। এমন কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হলো—

নবীজিকে গাছের সালাম
ইয়ালা ইবনে মুররা (রা.) বলেন, একদা আমরা রাসুল (স.)-এর সঙ্গে সফর করছিলাম। মাঝপথে এক জায়গায় আমরা যাত্রাবিরতি করলাম। রাসুল (স.) ঘুমিয়ে পড়লে মাটি ভেদ করে একটি গাছ বের হয়ে রাসুল (স.)-কে ঘিরে নিলো। রাসুলুল্লাহ (স.) ঘুম থেকে উঠলে আমরা তাকে ঘটনাটি খুলে বলি। তখন তিনি বলেন, ‘গাছটি আল্লাহর কাছে অনুমতি চেয়েছে আমাকে সালাম দেওয়ার জন্য। অতঃপর আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন।’ (মুসনাদে আহমদ,: ১৮০৩১)

নবীজিকে মেঘ ছায়া দিত
নবীজির চলাচলের সময় তাঁকে একখণ্ড মেঘ ছায়া দিত। চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়া গমনের সময় খ্রিস্টান ধর্মযাজক বিষয়টি লক্ষ্য করে আবু তালিবকে অনুরোধ করেন তাঁকে সিরয়া না নেওয়ার জন্য। ধর্মযাজক বুহায়রা বলেন, ‘গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না, যা তাঁকে সেজদা করেনি…। (ইবনে হিশাম, প্রথম খণ্ড, পৃ-১৮০; জাদুল মাআদ, প্রথম খণ্ড, পৃ-১৭) অতঃপর পাদ্রি দেখল যে, রাসূলুল্লাহ (স.) কাফেলার লোকেদের উটগুলো নিয়ে এমন অবস্থায় আসলেন, দেখা গেল এক খণ্ড মেঘ তার উপর ছায়া দান করে রয়েছে। আর যখন তিনি কাফেলার লোকেদের কাছে আসলেন, তখন দেখলেন, লোকেরা পূর্ব হতেই ছায়াবিশিষ্ট স্থানগুলো দখল করে ফেলেছে। কিন্তু যখন তিনি বসলেন, তখন বৃক্ষের ছায়া তাঁর দিকে ঝুঁকে পড়ল। (এ অবস্থা দেখে) পাদ্রি কাফেলার লোকেদেরকে বলল, তোমরা তাকিয়ে দেখো গাছের ছায়া তাঁর দিকে ঝুঁকে পড়েছে। (মেশকাত: ৫৯১৮)

আরও পড়ুন: নবীজি দেখতে কেমন ছিলেন

নবীজির ভালোবাসায় গাছের কান্না
আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) জুমার দিনে মসজিদের একটি কাষ্ঠখণ্ডের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে লোকদের মাঝে খুতবা দিতেন। এক রোমান ব্যক্তি এসে বলল, আমি আপনার জন্য একটা কিছু বানিয়ে দেব, যার ওপর বসলে মনে হবে যেন আপনি দাঁড়িয়ে আছেন? তারপর সে তাঁর জন্য একটি মিম্বার তৈরি করল, যার (নিচের দিকে) দুটি ধাপ ছিল, আর (ওপরের দিকে) তৃতীয় ধাপে তিনি বসতেন। অতঃপর যখন রাসুল (স.) সেই মিম্বারে বসলেন, তখন কাষ্ঠখণ্ডটি ষাঁড়ের মতো আর্তনাদ করতে লাগল, এমনকি রাসুল (স.)-এর শোকে (তার ক্রন্দনে) পুরো মসজিদ প্রকম্পিত হয়ে উঠল। তখন রাসুল (স.) মিম্বার হতে নেমে সেটির দিকে এলেন এবং আর্তনাদরত কাষ্ঠখণ্ডটিকে আলিঙ্গন করলেন। রাসুল (স.) সেটিকে আলিঙ্গন করামাত্রই তা শান্ত হয়ে গেল। তারপর তিনি বলেন, ‘সেই মহান সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি যদি একে আলিঙ্গন না করতাম, তবে অবশ্যই তা কেয়ামত পর্যন্ত রাসুল (স.)-এর শোকে এভাবে কাঁদতে থাকত।’ এরপর রাসুল (স.) এটিকে দাফন করার নির্দেশ দিলেন, ফলে একে দাফন করে দেওয়া হলো। (সুনানে দারেমি: ৪৩, তিরমিজি: ৩৬৩১)

নবীজিকে পাথরের সালাম নিবেদন
আলী (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-এর সঙ্গে মক্কার কোনো এক প্রান্তের উদ্দেশে বের হলাম। তিনি যে কোনো পাহাড় বা বৃক্ষের কাছ দিয়ে যেতেন তারা তাঁকে ‘আস-সালামু আলাইকুম ইয়া রাসুলুল্লাহ’ বলে অভিবাদন জানাত।’ (তিরমিজি: ৩৬২৬) জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ (স.) বলেছেন, মক্কায় এমন একটি পাথর আছে, যেটি আমাকে নবুয়তের আগে সালাম দিত—সে পাথরটিকে আমি এখনো চিনি। (মুসলিম: ৫৮৩৩)

উটের অভিযোগ ও নবীজির বিচার
আবু জাফর আবদুল্লাহ ইবনে জাফর (রা.) বলেন, একদা রাসুলুল্লাহ (স.) আমাকে বাহনের ওপর তাঁর পেছনে বসালেন এবং আমাকে তিনি একটি গোপনীয় কথা বলেন, যা আমি কাউকে বলব না। আর রাসুল (স.) উঁচু জায়গা (দেয়াল ইত্যাদি) অথবা খেজুরের বাগানের আড়ালে মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বেশি পছন্দ করতেন। তারপর রাসুল (স.) এক আনসারির বাগানে প্রবেশ করেন, সেখানে একটা উট দেখতে পেলেন। উটটা রাসুল (স.)-কে দেখে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং এর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। রাসুল (স.) উটটির কাছে এসে কুঁজে এবং কানের পেছনের অংশে হাত ফেরালেন, ফলে সেটি শান্ত হলো। এরপর তিনি বলেন, ‘এই উটের মালিক কে? এই উটটা কার?’ তখন আনসারদের এক যুবক এসে বলল, ‘এটি আমার, হে আল্লাহর রাসুল!’ তিনি বলেন, ‘তুমি কি এই পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো না, আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন? কারণ, সে আমার কাছে অভিযোগ করছে যে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং (বেশি কাজ নিয়ে) ক্লান্ত করে ফেলো!’ (সুনানে দারেমি: ৬৬৩)

নবীজির প্রতি উহুদ পাহাড়ের ভালোবাসা
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (স.) বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। (তিরমিজি: ৪৩০১)। আনাস ইবনু মালিক (রা.) বলেন, একদা রাসুল (স.) উহুদ পাহাড়ে উঠলেন। অতঃপর আবু বকর, ওমর ও উসমান (রা.) তাঁর অনুসরণ করলেন। পাহাড় কাঁপতে থাকলে রাসুল (স.) একে পদাঘাত করে বলেন, ‘উহুদ স্থির হও! তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক ও দুজন শহীদ (ওমর ও উসমান) রয়েছেন। (আবু দাউদ: ৪৬৫১)

ইমাম নববি (রহ) বলেন, নবীজির প্রতি এ সকল প্রাণী কিংবা গাছপালার সম্মান প্রদর্শন এবং সালাম নিবেদন করা আশ্চর্যের বিষয় নয়। বরং এটি রাসুল (স.)-এর মোজেজা। এরই মাধ্যমে জড় পদার্থের মাঝে বৈশিষ্ট্যগত পার্থক্যের বিষয়টি স্পষ্ট হয়। যেমনটি কোরআনে ইরশাদ হয়েছে, ‘পাথরের মধ্যে এমনও আছে; যা থেকে নদী-নালা প্রবাহিত হয়, তার মধ্যে কিছু এমন আছে, যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়। আবার এমন কিছু পাথর আছে, যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে! আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে জ্ঞানহীন নন। (সুরা বাকারা: ৭৪)

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments