Saturday, July 12, 2025
HomeScrollingঅভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন ঐশ্বরিয়ার

অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন ঐশ্বরিয়ার

লম্বা সময় ধরে চর্চায় আছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে রাই সুন্দরীর মন উঠে গেছে বচ্চনদের ওপর থেকে। অভিষেক ও তার পথ বেঁকে যাচ্ছে দুদিকে। এবার সে আগুনে ঘি ঢেলে দিল একটি ভিডিও। যেখানে দেখা গেছে ঐশ্বরিয়ার অনামিকায় নেই বিয়ের আংটি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে। দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও। সেখানেই অ্যাশের হাতে দেখা যায়নি বিয়ের আংটি।

aishwaryarai-17222023m_20240811_115430973_(1)

ওই ভিডিতে দেখা যায়, ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক। হাতে কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে তুলে দেন ফুলের তোড়া। তখনই তার অনামিকা নজর কাড়ে নেটাগরিকের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা শুরু হয়।

তবে ঐশ্বরিয়াই প্রথম নন। কিছু দিন আগে অভিষেককেও বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল। মুম্বাইতে ছবিশিকারীদের ক্যামেরাবন্দি করা ভিডিওতে দেখা যায়, অভিষেকের আঙুলে নেই বিয়ের আংটি। আর এবার ঐশ্বর্যার হাতে আংটি না দেখতে পেয়ে বিবাহবিচ্ছেদের জল্পনা আরও কয়েক ধাপ এগিয়ে গেল।

ash-1-1_20240811_115446622

এর আগে একাধিকবার অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছে। এ নিয়ে রাই সুন্দরী কিছু না বললেও মুখ খুলেছেন অভিষেক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা ‘খ্যাতনামা’। এই তকমা থাকলে এই বিষয়গুলো থাকবেই।”

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments