মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মূল্যের তালিকা ও পন্যের মোড়ক ব্যবহার না করায় ৪টি প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমান করে আদায় করা হয়েছে। আজ সকালে মাদারীপুর সদর উপজেলার কালিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, প্রতিদিনের মত আজও আমরা মাদারীপুর সদর উপজেলার কালিবাজার এলাকায় অভিযান পরিচালনা করি এসময় কৃঞ্চ ষোষ মিস্টি ভান্ডার, ফরাজী স্টোর, নাইম স্টোর, ও সুজাত এন্টারপ্রাইজে মুল্যের তালিাক প্রদর্শন ও পন্যের মোড়ক ব্যবহার না করায় পৃথকভাবে মোট ৪হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।
মাদারীপুর ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on