মোঃ রবিউল ইসলাম রবি, ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫জুন সকাল ১১টায় উক্ত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ রজব আলী। সভায় উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডে সাধারণ ও নারী সদস্যগন, মাদ্রাসা, হাইস্কুল ও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকগন, কাজীসহ সরকারী বিধি মোতাবেক ২০ জন সদস্য।
সভাটি পরিচালনা করেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মনিটরিং (সেলপ) মোঃ নজিবুল হক। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অফিসার (সেলপ) মাসুদ রানা।
উক্ত সভায় বাল্য বিয়েকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে বাল্যবিয়ে প্রতিরোধে উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে তা প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।
LN24BD